এক সময় আমরা ট্রেনে করে নারায়ণগঞ্জে যেতাম: প্রধানমন্ত্রী

আজকের বাংলাদেশ রিপোর্ট:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নারায়ণগঞ্জ এবং আমাদের যোগাযোগ অনেক দ্রুত হয়ে যাচ্ছে। এক সময় আমরা ট্রেনে করে নারায়ণগঞ্জে যেতাম। গাড়িতে যেতেও অনেক সময় লাগতো। অথবা স্টিমারে করে ঢাকা হতে নারায়ণগঞ্জে যেতে হতো।’
বুধবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুলতা ফ্লাইওভার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক নেতাদের সাথে কথা বলার সুযোগ তো প্রাই হয়। কিন্তু যাদের সাথে কথা বলার সুযোগ হয় না। সেই ধরণের শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলতে চাই। এই ক্ষেত্রে একজন শিক্ষকের সাথে কথা বলতে পারি।’ এ সময় সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানি সিংহের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা পুলিশ সুপার এসপি হারুন অর রশীদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।