করোনা থেকে মুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ’র উদ্যােগে মসজিদে মসজিদে দোয়া

আজকের বাংলাদেশ রিপোর্ট :-
বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস থেকে মুক্তি পেতে নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত করা হয়।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ’র উদ্যােগে (২৬ শে মার্চ) বৃহস্পতিবার আসরের নামাজের পর নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে – মসজিদে করোনা ভাইরাস যাতে মহামারিতে রূপ না নেয় তার জন্য আল্লাহ্’র সন্তুষ্টি অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ নিহত বঙ্গবন্ধু পরিবারের এবং ওসমান পরিবারের সকল প্রয়াত সদস্যদের আত্নার শান্তি কামনা এবং দেশের সকলের সু-সুস্থতা কামনায় বিশেষ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান এবং অয়ন ওসমান ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ সময় মুসল্লীরা দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান এবং করোনা ভাইরাস যেন ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় বাংলাদেশ’সহ বিশ্বের সব মানুষের জন্য দোয়া করেন।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ’র নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই রোগ থেকে বাঁচতে আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে হবে। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি ও অনুগ্রহ ছাড়া আমাদের ওপর নেমে আসা এ প্রাদুর্ভাব থেকে পরিত্রাণ মিলবে না।
এছাড়াও আসর নামাজের আগে ও পরে প্রতিটি মসজিদে করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে নানা পরামর্শ দেয়া সংগঠনটির পক্ষ থেকে।