গাইবান্ধার রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আজকের বাংলাদেশ রিপোর্ট:
রংপুর গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায় নেহারুল ইসলাম (৪৫) নামে এক রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত নেহারুল ইসলাম উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মৃত শয়ন বেপারির ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীরা জানান, নেহারুল ইসলাম রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সকালে তার নিজস্ব পুকুরে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এর পর থানাপুলিশে খবর দেয়া হয়।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, নেহারুল ইসলাম একজন ভালো মানুষ ছিলেন। কে বা কারা এ হত্যাকা-ে জড়িত এখনও জানা যায়নি।
সাদুল্লাহপুর থানার এসআই বেলাল হোসেন জানান, খবর পেয়ে নেহারুলের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। হত্যার ক্লু খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।