গোপালগঞ্জে কলেজ ছাত্র স্কুল পড়–য়া ছাত্রীকে তুলে নিয়ে ৩৬ ঘন্টা পর ফেরৎ

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় কলেজ ছাত্র স্কুল পড়–য়া ছাত্রীকে তুলে নিয়ে ৩৬ ঘন্টা পর ফেরৎ দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাথুউর ইউনিয়নে।জানাগেছে,ইউনিয়নের রাথুউর বাজার এলাকার স্বপন রায়ের স্কুল পড়–য়া মেয়ে শুক্রবার সকালে প্রাইভেট পড়ার উদ্দের্শে বাড়ী থেকে কিছু দুর গেলে হাইশুর এলাকার কলেজ ছাত্র রসময় বিশ্বাস (ঠাকুর) এর ছেলে রাজু বিশ্বাস,বাবা ঠাকুর বিশ্বাস ও চাচা রতন বিশ্বাস গাড়ীতে তুলে নিয়ে যায়। পরে ঐ স্কুল ছাত্রীর মা বাদী হয়ে রসময় বিশ্বাস, রতন বিশ্বাস ও রাজু বিশ্বাসকে আসামী করে তার মেয়েকে অপহরন করেছে মর্মে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে ৩৬ ঘন্টা পর আসামীরা স্কুল ছাত্রীকে তার বাড়ীতে ফেরৎ দেয়।এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই প্রভাষ জানায় অভিযোগের ভিত্তিত্বে আসামীদের চাপ দিলে তারা প্রায় ৩৬ ঘন্টা পর স্কুল ছাত্রীকে ফেরত দেয়।