গোপালগঞ্জে সানলাইফ ইনসুরেন্স কোস্পানী কতৃক গ্রাহক প্রতারনা

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে সানলাইফ ইনসুরেন্স কোস্পানী কতৃক গ্রাহক এর সাথে প্রতারনা করার অভিযোগ উঠেছে। সানলাইফ ইনসুরেন্স কোঃ লিঃ গোপালগঞ্জ আঞ্চলিক অফিসে প্রায় শতাধিক গ্রাহক তাদের পলিসির মেয়াদ পূর্ন করেছেন। এ সমস্ত গ্রাহক নিয়োমিত ভাবে তাদের পলিসির টাকা জমা দিয়ে মেয়াদ পূর্ন করে এখন দ্বারে দ্বারে ঘুরছেন। গোপালগঞ্জ আঞ্চলিক অফিসের সুলতানসাহী ব্লকের প্রায় শতাধীক গ্রাহক ৫বছর ৩বছর এবং ২বছর তাদের পলিসির মেয়াদ পূর্ন করে টাকা না পেয়ে তারা বিভিন্ন জনের কাছে ধরনা দিচ্ছে। সুলতানশাহী ব্লকের ভুক্ত ভূগি মুক্ত খানম যার পলিসি নম্বর -৩০০০০৬৮১১-৫ তিনি বলেন, সানলাইফ ইনসুরেন্সে আমার পলিসি পূর্ন হয়েছে কিন্তু কতৃপক্ষ আমার টাকা দিচ্ছেনা তাদের পিছনে ঘুরতে ঘুরতে আমি ও আমার পরিবার এখন ক্লান্ত হয়ে পরেছি। একই ব্লকের হো¯েœয়ারা যার পলিসি নং -৪০০০১৬২৫১-২তিনি বলেন, আমরা না বুজে সানলাইফ ইনসুরেন্সে পলিসি করেছি এই কোম্পানী আমাদের সাথে যে প্রতারনা করবে জানলে আমরা পলিসি করতামনা। একই ব্লকের রুপালী বেগম,পলিসি নং-৩০০০১০৩৪২-৫,ফিরোজা পলিসি নং-৪০০০০৯৬৮০১, মিনি বেগম,পলিসি নং-৩০০০০৪৫৪৫-১,মনিরা বেগম পলিসি নং-৩০০০০১০৩৪৮ তারা জানান, যে আমারা পলিসির টাকার জন্য অফিসে যেতে যেতে এখন আমরা ক্লান্ত এবং গোপালগঞ্জ অফিস এখন বন্ধ। আমাদের জাওয়ার আর জায়গা নেই। এ ব্যাপারে সাইলাইফ ইনসুরেন্স কোঃ লিঃ গোপালগঞ্জ আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মুন্সি সেলিমুজ্জামান এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুধু মাত্র সুলতানশাহী ব্লক নয় জেলার প্রায ৬/৭শত পলিসি বিভিন্ন মেয়াদে পূর্ন হয়ে বসে আছে। আমি প্রায়াই সময় ঢাকায় হেড অফিসে থাকি গ্রাহকদের পলিসির টাকার চাপে আমি অফিসে বসতে ও পারিনা। আমি হেড অফিসকে বুঝানোর চেস্টা করছি এবং পলিসির টাকা দেওয়ার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি।