ডেঙ্গু আতঙ্ক নয় সচেতনতা ও প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা

ইউসুফ আলী প্রধান, আজকের বাংলাদেশ রির্পোট:-
ডেঙ্গু আতঙ্ক নয়, সচেতনতা ও প্রতিরোধ এ শ্লোগানে ঢাকার সন্নিকটে সাইনবোর্ড মোড় সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড এ অদ্য সকাল ১০ ঘটিকায় এক র্যালি আয়োজন এবং জনগনের মাঝে লিফলেট বিতরন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর মোঃ খালেকুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মতিউল ইসলাম, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোঃ আব্দুল হান্নান, প্রফেসর মোঃ ইউসুফ আলী চৌধুরী, গাইনি বিশেষজ্ঞ ডাঃ কামরুন নাহার, আলহাজ নজরুল ইসলাম সিকদারসহ প্রতিষ্ঠানের সম্মানীত পরিচালক, ডাক্তার, নার্সসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
র্যালি শেষে এলাকার জনগনকে ডেঙ্গু বিষয়ে সচেতনতা করার লক্ষে পার্শ্ববর্তী কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে হাসপাতাল সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।