ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন মেয়র আইভী

আজকের বাংলাদেশ রিপোর্ট:
নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন করতে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে হঠাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (২১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা সিভিল সার্জন ইমাতয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসাদুজ্জামান, নাসিক প্যানেল মেয়র বিভা হাসান ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ^াস প্রমুখ।
ওয়ার্ড পরির্দশনকালে ডেঙ্গু রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোজ নেন মেয়র। মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নাসিকের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করবে। তবে পরবর্তী সময়ে হাসপাতালের কর্তব্যরতদের দিয়ে এর ধারাবাহিকতা বজায় হবে সিভিল সার্জনকে।
এই সময় সিভিল সার্জনের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে হাসপাতাল করার প্রস্তাবনা ছিল কিন্তু জমি না পাওয়া হাসপাতাল করা যায়নি। হাসপাতালের বিষয়টি আমাদের জানানো হলে হাসপাতালের জন্য জমির ব্যবস্থা করে দিতাম।’