নবাব সিরাজ – উদ-দৌলা স্বর্ণ পদকে ভূষিত হলেন সাংবাদিক জিয়া রহমান

আজকের বাংলাদেশ রির্পোট:
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নবাব সিরাজ -উদ-দৌলা গোল্ডেন এওয়ার্ডে ভূষিত হলেন বন্দর মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার, সাংগঠনিক সম্পাদক, নাঃগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য, মানবাধিকার কর্মী মোঃ জিয়াবুর রহমান (জিয়া) । ১ লা আগস্ট ২০১৯ বৃহস্পতিবার, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির উদ্যোগে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে নবাব সিরাজ উদ-দৌলা স্বর্ণপদক তুলে দেন আপিল বিভাগের বিচারপতি সিকদার মকবুল হক। উদ্বোধন সৈয়দ দিদার বখত সাবেক সংস্কৃতিক ও তথ্য মন্ত্রী। প্রধান আলোচক -এম, এ, খালেদ এডিশনাল এসপি (স্পেশাল ব্রাঞ্চ), বাংলাদেশ পুলিশ। বিশেষ অতিথি -পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, মোঃ মশিউর রহমান অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ। সভাপতি্ত্ব করেন হাজী মহসিন দেওয়ান, উপদেষ্টা জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি, রহিম শেখ চেয়ারম্যান জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি, শামসুল ইসলাম ভাইস চেয়ারম্যান, জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি, অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব এনামুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি সিকদার মকবুল হক , তার বক্তব্য বলেন নবাব সিরাজ উদ-দৌলা সম্মাননা বলে চিৎকার করলেই হবে না তার আদর্শ মনে প্রানে লালন পালন করতে হবে। তিনি সকলকে নবাব সিরাজ উদ-দৌলা এবং জাতির পিতার জীবনী নিয়ে গবেষনার আহবান জানান।