নাঃগঞ্জে বন্দরে স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে স্ত্রীর আত্নহত্যা

আজকের বাংলাদেশ রিপোর্ট :-
নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে আত্নহননের পথ বেছে নিলেন হাজীপুর এলাকার গৃহবধু মুন্নি ইসলাম (৩২)।
শনিবার ২০ শে জুন সকাল ১১ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুরস্থ নিজ ঘরে সিলিং ফ্যানের পাখার সাথে ওড়না পেছিয়ে আত্নহত্যা করেন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বিগত ১৩ বছর পূর্বে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকার নরুল ইসলাম মিয়ার মেয়ে মুন্নি ইসলামের সাথে একই এলাকার মঈন উদ্দিন মিয়ার ছেলে আব্দুল কাইয়ুমের সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্ব জীবনে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সামান্য কিছুতেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হত। প্রায় সময়ই স্বামী আব্দুল কাইয়ুম স্ত্রী মুন্নি ইসলামকে অমানুষিক নির্যাতন চালাতো। সামাজিক ভাবে কয়েক বার স্বামী-স্ত্রীর সমাধানও হয়। এর ধারাবাহিকতায়, গত কয়েকদিন পূর্বে ফের স্বামীর সাথে স্ত্রী মুন্নি ইসলামের ঝগড়া হয়। স্ত্রী জানতে পারে দেড় মাস পূর্বে স্বামী আব্দুল কাইয়ুম অন্যত্র বিয়ে করেন। বিয়ের সংবাদ শুনে স্ত্রী মুন্নি ইসলাম স্বামীর সাথে রাগে, অভিমানে, ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
এ ঘটনায় স্বামীসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের ইন্সপেক্টর মিজানুর রহমান ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের চেষ্ঠা চলছে বলে জানা গেছে।