পুলিশের গাড়িতে চাপা পড়ে বন্দরে নূসরাত নিহত, আহত মা স্বপ্না

নিজেস্ব প্রতিবেদক:-
বন্দরে চলন্ত সিএনজি থেকে ছিটকে কামতাল পুলিশ ফাঁড়ির দারোগা আনোয়ারের মাইক্রোবাসের চাপা পড়ে নুসরাস নামে এক শিশু ঘটনাস্থলে মারা গেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুর মা স্বপ্না (১৯)।
রোববার (৯ জুন) সকাল সাড়ে ১০ টার সময় লাঙ্গলবন্দ থেকে নবীগঞ্জ যাওয়ার পথে মিনারবাড়ি ডুমুরতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু নূসরাত দক্ষিন কুলচরিত্র গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর উপজেলা মুছাপুর ইউনিয়ন দক্ষিন কুলচরিত্র গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী স্বপ্না বেগম শিশু কন্যা নুসরাতসহ তাদের পরিবার নিয়ে সিএনজি যোগে সোনারগাঁও যাদুঘরে ঘুরতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে লাঙ্গলবন্দ থেকে আশা মিনারবাড়ি ডুমুরতলা এলাকায় সিএনজি পৌঁছলে সামনে থাকা একটি ইজিবাইক ওভারটেক করতে গিয়ে বিপরিত দিক থেকে কামতাল পুলিশ ফাঁড়ির এস আই আনোয়ারের একটি কালো রংঙ্গের নিজেস্ব মাইক্রোবাস চলে আসে। তখন সিএনজি থেকে মা স্বপ্না ও শিশু নূসরাত ছিটকে পড়ে এস আই আনোয়ারের মাইক্রেবাসের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে শিশু নূসরাত মারা যায়। আহত হন মা স্বপ্না। স্থানীয় লোকজনসহ দারোগা আনোয়ার মা ও মেয়েকে উদ্ধার করে নবীগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডা. নূরসাতকে মৃত ঘোষনা করে। এবং স্বপ্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দারোগা আনোয়ারের মাইক্রোবাসটি প্রতিদিন প্রায় ১০ বার আশা যাওয়া করে। আজকে যে দূর্ঘটনা ঘটেছে এর জন্য পুলিশই দায়ি। আমরা সিএনজিসহ চালক কে আটক করলে রহস্যজনক কারণে সিএনজিটিকে দারোগা আনোয়ার নিয়ে যায়। পরে সে ঘটনাস্থলে আসলে এলাকাবাসীর তোপের মূখে পড়লে সে বলে সিএনজি তো চলে গেলো। আমি সঠিক জানি না।
নিহত শিশু নূসরাত এর দাদা সারজাহান বাবুর্চি জানান, আমরা কার বিরুদ্ধে মামলা করবো,তারা হলো পুলিশ,তাদের বিরুদ্ধে মামলা করে কি অার অামরা পারবো। আমার ছেলের বউ স্বপ্না সেও বাঁচবে কি না সন্দেহ তার অবস্থা আশংকাজনক।