বন্দরে র্যাবের অভিযান ইয়াবাসহ সোনারগাঁয়ের সবুজ গ্রেফতার

আজকের বাংলাদেশ রির্পোট :-
র্যাব-১১, বন্দরে অভিযান চালিয়ে সোনারগাঁর মাদক ব্যবসায়ী সবুজকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতকে বন্দর থানায় সোপর্দ করেছে।
পুলিশ জানায়, র্যাব-১১,সিপিএসসি,না’গঞ্জ ক্যাম্পের ডিএডি মোঃ ফরিদুর রহমানসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদে সোমবার (৮/৭/১৯) রাত সাড়ে ৯ টায় কলাগাছিয়া বাজারে অভিযান চালায়। এসময় বুলবুল আহম্মেদের মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর হতে সোনারগাঁর শম্ভুপুরা পূর্বপাড়ার মোঃ আলীর ছেলে সবুজকে গ্রেপ্তার করে দেহ তল্লাশী করে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতসহ পলাতকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। ধৃতকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।