বান্দরবানে ভারি বর্ষণে দেয়ালচাপায় প্রাণ গেল বৃদ্ধের

আজকের বাংলাদেশ রিপোর্ট:
ভারি বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় গুদাম ঘরের দেয়াল খসে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম বানু মিয়া (৭০)।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের সাপমারা ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বানু মিয়া একই এলাকার মৃত ওসমান গণির ছেলে।
লামা থানার ওসি আপেলা রাজু নাহা জানান, লামা উপজেলার ঝিরি এলাকায় অতিবৃষ্টিতে গুদাম ঘরের দেয়াল খসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।