বিপুল পরিমাণ টাকা-মাদক-অস্ত্রসহ না’গঞ্জের শামীম আটক

আজকের বাংলাদেশ রিপোর্ট:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা জিকে শামীমকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, মাদক, অস্ত্রসহ আটক করেছে র্যাব। এ সময় তার সাত দেহরক্ষীকেও আটক করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টায় রাজধানীর নিকেতনের ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবন থেকে তাদের আটক করা হয়।
কেন্দ্রীয় যুবলীগ নেতা জিকে শামীম সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে শামীম। আফসার উদ্দিন মাস্টার ছিলেন হরিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিন ছেলের মধ্যে জিকে শামীম মেজো। বড় ছেলে গোলাম হাবিব নাসিম ঢাকায় জাতীয় পার্টির রাজনীতি করেন।
সনমান্দি ইউনিয়নের বাসিন্দারা জানান, প্রাইমারি স্কুল ও হাই স্কুল পাস করার পর তাঁদের গ্রামে দেখা যায়নি। ঢাকার বাসাবো আর সবুজবাগ এলাকায় বড় হয়েছেন। গত জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচনের জন্য প্রচারণাও চালিয়েছিলেন শামীম। শামীম যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।
র্যাবের মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দেহরক্ষীসহ আটক করা হয়েছে। বিস্তারিত পরবর্তীতে গণমাধ্যমে জানানো হবে।