ভাষা শহীদদের প্রতি নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের শ্রদ্ধাঞ্জলি

রাশেদুল হাসান অভিঃ
২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে বন্দরের লক্ষণখোলায় স্থানীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানায় ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
এদিন ভোর সকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসী প্রকৌশলী স্বপ্নীল দাশ নিলয়ের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি কমিটির সহ-সভাপতি মনির হোসেন মুন্না, সাধারণ সম্পাদক সিহাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল, সাংগঠনিক সম্পাদক নিলয় হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রোহান, প্রচার সম্পাদক রিজভী সাউদ, দপ্তর সম্পাদক আসিফ হোসেন, উপ-প্রচার সম্পাদক রনি সরকার, সাংস্কৃতিক সম্পাদক শাওন, সমাজ কল্যাণ সম্পাদক নুর মোহাম্মদ, সদস্য রায়হান ও মেহেদী সহ অনেকে।