মাদারীপুরে বাস উল্টে খাদে, আহত ৩০

আজকের বাংলাদেশ রিপোর্ট:
মাদারীপুরের শিবচর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল ব্রিজ টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ শ্যামল বিশ্বাস জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন পরিবহন বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪৬২৯৩) খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল।
শিবচর উপজেলার দত্তপাড়া আড়িয়াল খাঁ নদের হাজী শরিয়ত উল্লাহ সেতুর টোল প্লাজার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় বাসটি। এতে প্রায় ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।