রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আজকের বাংলাদেশ রিপোর্ট;
রূপগঞ্জে ইয়াবাসহ ইমরান ও সামসুল নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার বড়ালুপাড়াগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান বড়ালুপাড়াগাঁও এলাকার আব্দুল আউয়াল বয়াতির ছেলে ও সামসুল মৃত মোহর আলীর ছেলে।
পুলিশ জানায়, বড়ালুপাড়াগাঁও এলাকাসহ আশ-পাশের এলাকাগুলোতে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো ইমরান ও আব্দুল আউয়াল। গোপন সংবাদের ভিত্তিত্বে বড়ালুপাড়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।