সোনারগাঁয়ে মসজিদে ইমাম খুন

আজকের বাংলাদেশ রিপোর্ট:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মসজিদের ভেতর থেকে ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাতটায় উপজেলার মল্লিকপাড়া এলাকার নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমামের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম দিদারুল ইসলাম। গত জুলাই মাস থেকে ওই মসজিদে ইমামতি করা শুরু করেন। জানা গেছে, তার গ্রামের বাড়ি নড়াইলের কালিগঞ্জ। বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় মুসল্লিরা জানান, গত ২৬ জুলাই পাশ্ববর্তী ছোট কাজীরগাঁ গ্রামের মসজিদের ঈমামের রেফারেন্সে মসজিদে আসেন।
মুসল্লিরা জানান, ঈদের পরদিন মঙ্গলবার ট্রেনিংয়ের কথা বলে বাইরে যান। পরে শুক্রবার জুমার নামাজ পড়ান। এরপর আবার ট্রেনিংয়ে চলে যান। পরে আবার মঙ্গলবার আসরের নামাজ পড়ান।
এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তথ্য যাচাই বাছাই করছে। তবে কি কারণে ইমাম খুন হয়েছেন সে বিষয়ে তাৎক্ষনিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ৷
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ইমামের সঠিক পরিচয় এবং কেন তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’