অয়ন ওসমানের পক্ষে ২৪ নং ওয়ার্ডে ছাত্রলীগ কর্তৃক জাতীয় শোক দিবস পালিত

রাশেদুল হাসান অভিঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাংসদপুত্র একেএম অয়ন ওসমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নির্দেশে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনাবিল নির্ঝরের সার্বিক তত্ত্বাবধানে নাসিক ২৪ নং ওয়ার্ডের বাগবাড়ি এলাকার দারুস কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল সহ গণভোজের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন বন্দর থানা ছাত্রলীগ নেতা শুভ, সুজন খান, রিয়াজ আহমেদ, সিহাব, নিলয়, রিজভী, ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফাহিম, সিফাত, শাওন, জনি, সানি, সামির ও রিয়াদ সহ অনেকে।
মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ভয়াল ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ঐতিহাসিক ওসমান পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থণা করা হয়। দোয়া শেষে গরীব ও এতিম শিশু-কিশোর সহ উপস্থিত সবাইকে সমাদরের সহিত গণভোজ করানো হয়।