এক সাগর প্রধানের রাজনীতিতেই যেনো কুপোকাত খোরশেদ!!

স্টাফ রিপোর্টার :-
নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপির অন্যতম সংগঠন যুবদলের প্রতিযোগীতা বেশ জমে উঠেছে। তবে এখানে জেলা যুবদল ঘুমন্ত হলেও ঢাকঢোল পিটিয়ে জাগ্রত রয়েছে মহানগর। মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারণ সম্পাদক মমতাজুর রহমান মন্তুর অংশকে রাজনৈতিক ভাবে একাই মোকাবিলা করছেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান।
শুধু তাই নয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে দুঃস্থদের পাশে দাড়াতে করেননি কারপর্ণ্যতা। অপরদিকে, তিন বারের কাউন্সিলর ও ২য় বারের মত সংগঠনের দায়িত্বে থাকা খোরশেদ মাঠ পর্যায়ের রাজনীতি থেকে স্থির হয়ে পড়েছেন। এক সময়ের শক্তিশালী সংগঠক খোরশেদ দিন দিন রাজনৈতিক ভাবে সাগর প্রধানের কাছে পরাস্থ্য হয়ে পড়ছে।
এবিষয় মহানগর যুবদলের অনেক নেতাই দাবি করে বলেন, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বর সাইনবোর্ড সব কিছুই হাড়াতে বসেছেন। বিগত সিটি নির্বাচনে ভোটারদের কাছে প্রকাশ্যে ওয়াদা করেছেন পরবর্তীতে আর কাউন্সিলর নির্বাচন করবেন না তিনি। আর রাজনৈতিক ভাবে ২য় বারের মত মহানগর যুবদলের দায়িত্ব পাওয়ায় ৩য় বার সেই সুযোগটিও হাত ছাড়া হতে যাচ্ছে তার।
সেই সকল হিসেব কসেই স্থানীয় নেতৃবৃন্দরা তাকে মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রেখে ছিলেন। কিন্তু নিজের দাম্ভিকতার দাপটে দলের সেই মুল্যায়নকে ছুড়ে ফেলেছেন পদত্যাগের মাধ্যমে। পুনরায় সেই পদে স্থান পাওয়ার সম্ভবনা নেই বলেই চলে।
এদিকে মহানগর যুবদলের একাংশের নেতৃত্ব দেয়া মাকসুদুল আলম খন্দকার খোরশেদ অপর আংশের নেতৃত্ব দেয়া সংগঠনটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধানের কাছে রাজনৈতিক ভাবে পরাস্থ হচ্ছেন বলে দাবি তৃণমূলের। কারন প্রতিনিয়তই খোরশেদ অংশের বলয় থেকে নেতাকর্মীরা সাগর প্রধানের বলয় ভীরতে শুরু করেছে। আর অনেকেই গোপনে তার সাথে সম্পর্ক রেখে চলেছে। সময় সুযোগ বুঝে আনুষ্ঠানিকতার সহিত যোগদানের জন্য। ফলে দিন দিন রাজনৈতিক মাঠে খোরশেদের কর্মী বলয় কমতে শুরু করেছে।
এদিকে, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান একাই নিজের কর্মী বলয় নিয়ে রাজনৈতিক মাঠে দলীয় কর্মসূচি গুলোতে দাপটিয় কায়দায় দাব্রিয়ে বেড়াচ্ছেন বেশ কায়দা করে। নিজে রাজনৈতিক মামলার শিকার হওয়ার পরও কর্মীদের প্রয়োজনে ছুটে যেতে দেখা যাচ্ছে তাকে। ফলে বর্তমান মহানগর যুবদলের রাজনীতি দুই অংশে বিভক্ত হলেও সাগর প্রধানের রাজনীতির কাছে পরাস্থ হচ্ছেন খোরশেদের একাংশ বলয়।