খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীতে কৃষক দলের মানববন্ধন

আজকের বাংলাদেশ রিপোর্ট:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা ও মহানগর কৃষক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ফুটপাতে দাঁড়িয়ে মানববন্ধন করে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়, গণতন্ত্রের মুক্তির জন্য রক্তের প্রয়োজন হয়। খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক তাই রাজপথে রক্তঝরা আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক শরীফুল ইসলাম মোল্লা, সদস্য সচিব ডাক্তার শাহীন, মহানগর কৃষক দলের আহবায়ক আবুল কালাম, সদস্য সচিব লিয়াকত হোসেন লিকু, যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুব হাসান জুলহাস প্রমুখ।