ডাক্তার আমির হোসেনের পিতা ফজল হক মেম্বার আর নেই

ষ্টাফ রির্পোটার :-
বন্দরে দুবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও ডাঃ আমির হোসেনের পিতা এবং কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর তিন তিনবারের সাবেক মেম্বার ফজল হক (৮৫) আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। ২৮ মে (মঙ্গলবার) রাত ১১.৪৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালিন সময় তিনি ৫ ছেলে ৩ মেয়ে নায়-নাতীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। ২৯ মে দুপুর ২ টায় সেলসার্দী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে কল্যান্দী কবরস্থানে তার শেষ সমাধি করা হয়। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে জানাযায় অংশগ্রহণ করেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার প্রধান, সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, স্থানীয় মেম্বার মকবুল হোসেন, প্রবাসি ব্যবসায়ীসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।