নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগে অধিকাংশই শামীম ওসমানের অনুসারী

সোহানুর রহমান সোহান, আজকের বাংলাদেশ রির্পোট :-
নারায়ণগঞ্জ ছাত্রলীগের প্রান বলা হয় শামীম ওসমানকে। তার হাত ধরে তাকে অনুসরন করেই ব্যাপক ছাত্রদের রাজনীতিতে আসা। অতীত এবং বর্তমানে রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেই চলেছেন এই নেতা।তার এক ডাকে ছুটে আসে হাজার হাজার মানুষ। তার অনুসারীগনও ব্যাপক চেষ্টা-প্রচেষ্টা করে চলেছেন তাদের নেতার আদর্শ ধরে রাখতে।
গত ২৯ জুলাই নারায়নগঞ্জ মহানগর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এবং বিগত কমিটিতে সভাপতি পদে পদস্থিত হোন শামীম ওসমানের অনুসারী হাবিবুর রহমান রিয়াদ ও সাধারন সম্পাদক পদে পদস্থিত হোন হাসনাত রহমান বিন্দু।
পূর্নাঙ্গ কমিটিতে ১ম সাংগঠনিক সম্পাদক পদে পদস্থিত হোন শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমানের এক বলিষ্ঠ অনুসারী সাইফুর রহমান মিশুক।সাইফুর রহমান মিশুক বন্দর থানা ছাত্রলীগের তরুন্যের এক প্রতীক। তিনি খুব পরিশ্রমি, মানব দরদী,যোগ্যবান একজন নেতা হিসেবে পরিচিত।শামীম ওসমান ও তার পূত্র অয়ন ওসমানে নেতৃত্বে রাজনীতিতে জড়িয়ে আছেন সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মিশুক।