না.গঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন সাইফুর রহমান মিশুক

আজকের বাংলাদেশ রির্পোট, মো. রাশেদুল হাসান (অভি):-
দীর্ঘ অপেক্ষার পর আজ ঘোষণা করা হল নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তারুণ্যের বলিষ্ঠ কন্ঠস্বর জনপ্রিয় ছাত্রলীগ নেতা সাইফুর রহমান মিশুক।
আজ সোমবার (২৯ জুলাই) কমিটি ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সাইফুর রহমান মিশুক তারুন্যের অহংকার এ কে এম অয়ন ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,” নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য জননেতা এ কে এম শামীম ওসমান সাহেবের একমাত্র ছেলে তারুন্যের অহংকার আমার রাজনৈতিক শিক্ষা গুরু এ কে এম অয়ন ওসমান ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি যথাসাধ্য চেষ্টা করবো আমার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শের মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাবো।” নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মিশুক নারায়ণগঞ্জ জেলার বন্দরের কৃতি সন্তান। তিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ২১ নং ওয়ার্ডের সভাপতি গত কমিটির ছিলেন।