বন্দরে আ.লীগের সভাপতি রশিদ ও সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন

আজকের বাংলাদেশ রিপোর্ট :-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আবারো সভাপতি হয়েছেন বর্তমান কমিটির সভাপতি এম এ রশিদ। তবে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন সদ্য স্বেচ্ছায় পদত্যাগকারী মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন। মঙ্গলবার বন্দরের মদনপুর বাস স্ট্যান্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘ দুই যুগ পরে আয়োজিত আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে আগে থেকেই এমএ রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও সেক্রেটারী পদে ছিলেন একাধিক নেতা। যারা প্রত্যেকেই শক্ত অবস্থানে থাকলেও অদৃশ্য শক্তিতে তারা অপরাজিত। যাদের মধ্যে অন্যতম হল মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা ছাত্রলীগ নেতা এম এ সালাম। অবশেষে দিনব্যাপী সম্মেলন শেষে বিকেলে কাজিম উদ্দিন কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।