বন্দরে চেয়ারম্যান এম এ রশিদকে জনপ্রিয় ছাত্রলীগ নেতা মিশুকের অভিনন্দন

নিজেস্ব প্রতিবেদক:-
বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বন্দর থানার জনপ্রিয় ছাত্রলীগ নেতা সাইফুর রহমান মিশুক।
২৪ মে শুক্রবার দুপুরে গনমাধ্যমে এক বিবৃতি দিয়ে সাইফুর রহমান মিশুক বলেন, আমার রাজনীতীর শিক্ষা গুরু নারায়ণগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সাহেবের পূত্র এ কে এম অয়ন ওসমান ভাইয়ের নির্দেশে সব সময় ঐক্যবদ্ধ ভাবে দলের প্রয়োজনে নিবেদিত আছি, বন্দর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়ণ জমা দেওয়ার সময় এ কে এম শামীম ওসমান সাহেবের সাথে আমরা বন্দর থানা ছাত্রলীগ নেতৃবৃন্দ ছিলাম। বন্দরের মাটি অয়ন ওসমান ভাইয়ের ঘাটি।
বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ সাহেব বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।