বন্দরে পারভীন ওসমানের পক্ষে ২০০ শ’ পরিবারের মাঝে ছাত্রসমাজের খাদ্য সামগ্রী বিতরণ

আজকের বাংলাদেশ ডেস্ক:
নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী কেন্দ্রীয় জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমানের পক্ষে বন্দরে করোনাভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় দুইশত কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র সমাজের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার ( ২ এপ্রিল ) দুপুরে বন্দর রুপালি আবাসিক এলাকা সহ বন্দর উপজেলার বেশ কয়েকটি জায়গায় অসহায় হতদরিদ্র ও কর্মহীন ব্যাক্তিদের মাঝে চাল, ডাল, আলু, তেল , পিঁয়াজ, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, মহানগর ছাত্র সমাজের সহ-সভাপতি শুভ ভূঁইয়া, মহানগর ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী, বন্দর উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক নয়ন সরদার, সদস্য সচিব পারভেজ আহমেদ, মহানগর ছাত্র সমাজের কর্মী রাব্বানী, বায়েজিদ, আখলাক, নিলয় সহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।