ভূইগড়ে অয়ন ওসমানের উদ্যোগে মশক নিধন কর্মসূচি

আজকের বাংলাদেশ রিপোর্ট:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের নিজস্ব উদ্যোগে মাস ব্যাপী কর্মস‚চীর অংশ হিসেবে ১৭ তম দিনে ফতুল্লার ভ‚ইগড় এলাকায় মশার ওষুধ ছিটানো হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) কুতুবপুর ইউনিয়নের ভ‚ইগড়সহ আশেপাশের এলাকাতে ডেঙ্গুবাহী এডিস মশা ও মশার জীবাণু ধ্বংস করার উদ্দেশ্যে মশার ওষুধ ছিটানো হয়। এছাড়াও এলাকাবাসীদেরকে ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা ও মশার বংশ-বিস্তাররোধ সম্পর্কে সচেতন করা হয়।
উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জি.এম আমিন, যুবলীগ নেতা সাব্বির আহাম্মেদ জুলহাস, জেলা ছাত্রলীগ নেতা গোলাম রাব্বি প্রান্ত, সোহান আলমসহ আশিকুর রহমান, আমির হামজা, তারিফুল ইসলাম, ইজমা, আতিক, মুবিন, হৃদয়, হাসান, আরিফ প্রমুখ।
এদিকে জেলার বিভিন্ন এলাকাতে ডেঙ্গুবাহী এডিস মশা ও মশার জীবাণু ধ্বংস করার উদ্দেশ্যে মাসব্যাপী সাংসদ পুত্র অয়ন ওসমানের প্রশংসনীয় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।