মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই- সাইফুর রহমান মিশুক

সোহানুর রহমান সোহান, আজকের বাংলাদেশ রির্পোট :-
গত ২৯ জুলাই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। সেই কমিটিতে ১ম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয় নারায়ণগঞ্জ বন্দর থানার কঠোর পরিশ্রমী ও মানবসেবক নেতা সাইফুর রহমান মিশুক।
জানা গেছে, বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থেকে সেবামূলক কর্মকান্ড পরিচালনাসহ অপহায়দের বিভিন্ন সহযোগীতা করে সাধারন মানুষের আস্থা অর্জন করে নিয়েছে সাইফুর রহমান মিশুক।
মানুষের কল্যানে ছুটে চলছেন দূর বহুদূর।স্থানীয় ভাবে বিভিন্ন মসজিদ,মাদ্রাসায় আর্থিক সহযোগীতা,বস্ত্রহীনদের বস্ত্র বিতরন,যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারেন না তাদের লেখাপড়া করার ব্যাবস্থা,শীক্ষার্থীদের কল্যানে কাজ করাসহ এলাকাবাসী যেকোন সমস্যায় পাশে পান সাইফুর রহমান মিশুককে।
এ বিষয়ে আলাপকালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ১ম সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মিশুক আজকের বাংলাদেশ কে জানান, সাংসদ শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমানের নির্দেশনায় মানুষের সেবা করার জন্য আমি রাজনীতি করে আসছি।অসহায়,গরীব,খেটে খাওয়া সাধারন মানুষের পাশে থাকতে চেষ্টা করি। মানুষের সেবা করাই আমার প্রধান উদ্দেশ্য। আমি সর্বদা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।