মুক্তিযুদ্ধ মঞ্চ না’গঞ্জের সভাপতি অভি, সেক্রেটারি মানিক শেখ

স্টাফ রিপোর্টার :-
মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে রাশেদুল হাসান অভি ও মো.মানিক শেখকে সেক্রেটারি করে ২২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ এর কেন্দ্রীয় কমিটি। মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড.আ.ক.ম জামাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আগামী দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন।
মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলার কমিটিতে সহসভাপতি সানাউল্লাহ সজিব, শুভ চন্দ্র, হাসিব হোসেন, ইয়াসিন আরাফাত রিয়াদ, যুগ্ম সম্পাদক হিসেবে শেখ শামীম, শেখ শান্ত, শুভ চন্দ্র দাস, মো. সেন্টু, সাংগঠনিক সম্পাদক হিসেবে মারুফ হোসেন সাদ্দাম, নাজমুল হাসান রিয়াদ, মো. মোকলেস, দপ্তর সম্পাদক রিজন চন্দ্র চৌধুরী, প্রচার সম্পাদক মো.আরমান হোসাইন, সদস্য মাহমুম আলম মীম, সোহানুর রহমান সোহান, রাসেল মাহমুদ, গোলাম রব্বানী, মো.অনিক, আবু রায়হান, মো.রিয়াদের নাম দেয়া হয়েছে।
ঘোষণা দেয়া মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় কমিটির দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাশেদুল হাসান অভি জানান, ‘১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নির্ধারিত সময়ে কেন্দ্রে জমা দেব।’