শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজকের বাংলাদেশ রিপোর্ট:
জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নগরীর বরফকল এলাকায় অবস্থিত জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, সহ সভাপতি মজিবুর রহমান, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন প্রধান, যুব শ্রমিক লীগের গাজী লিটনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য সকলকে ওইদিন ২ নং রেলগেটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে র্যালীতে অংশগ্রহণ করে অনুষ্ঠান সার্থক করার আহ্বান করা হয় । এছাড়াও আগামী ১,২,৩ ও ৫ তারিখে বৃক্ষরোপন কর্মসূচি পালনের ঘোষণা দেয় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।