ছাত্রলীগ নেতাকে কোপানোর ঘটনায় যুবক গ্রেফতার

আজকের বাংলাদেশ রিপোর্ট:
ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মুন্নাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় সাইফুল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
সোমবার (১ অক্টোবর) রাতে ফতুল্লা রেললাইন বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয। এ সময় মুন্নাকে জখম করার জন্য ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মুন্নার ভাই শাওন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন৷
আহত মুন্না ফতুল্লা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মেরাজ হোসেনের ছেলে। তারা ফতুল্লার দাপা এলাকায় স্বপরিবারে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার সময় মুন্নার উপর অতর্কিত হামলা চালায় কয়েকজন যুবক৷ এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়৷ পরে আশপাশের লোকজন মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে মুন্নার ছোট ভাই শাওনের অভিযোগ, স্থানীয় সাইফুল, রকিসহ তাদের লোকজন ব্যবসায়ীক বিরোধের জের ধরে মুন্নাকে কুপিয়ে শরীরে এসিড ঢেলে দিয়েছে। তার অবস্থা আশংকাজনক। অভিযুক্তরা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে দাবি তার৷
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে৷ সাইফুল নামে একজনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে৷