জামিন না পেয়ে কারাগারে ডিশ বাবুর ছেলে রিয়েন

আজকের বাংলাদেশ রিপোর্ট:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবুর ছেলে রিয়েনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে রিয়েনের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে রিয়েনকে কারাগারে প্রেরণ করেন।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিয়েন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমকে নিয়ে বিরুপ মন্তব্য করে একটি স্ট্যাটাস দেয়। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে নগরীর পাইকপাড়া এলাকা থেকে আইসিটি আইনের একটি মামলায় রিয়েনকে আটক করে সদর থানা পুলিশ।