ডিএনসির অভিযান, দুই মাদক ব্যবসায়ীর সাজা

আজকের বাংলাদেশ রিপোর্ট:
নারায়ণগঞ্জে ডিএনসির মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ৩ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে শহরের গলাচিপা রেললাইন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমুন নেছার নেতৃত্বে ডিএনসির মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়।
এ সময় ৭০০ গ্রাম গাঁজাসহ রমজান আলী (২৬) ও সোলেমান হোসেন ওরফে টিয়া (৪০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ৩ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
ডিএনসি সূত্র জানায়, নারায়ণগঞ্জ শহরের গলাচিপার রেললাইনে মৃত হযরত আলীর ছেলে রমজান আলী (২৬) ও মৃত কামি মিয়ার ছেলে সোলেমান হোসেন ওরফে টিয়া (৪০) গাঁজা বিক্রি করে আসছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলমের টিমের সহযোগিতায় মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় রমজান আলীর কাছ থেকে ৩শ গ্রাম ও টিয়ার কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উভয় মাদক বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমুন নেছা।