তরুণীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আজকের বাংলাদেশ রিপোর্ট:
ফতুল্লায় এক তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেসে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান মিজানুর রহমান (৪০) নামে এক গার্মেন্ট শ্রমিক। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গণপিটুনি দিয়ে মিজানুরকে পুলিশে দেয়।
রোববার (৬ অক্টোবর) রাতে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিকের দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মিজান ঠাকুরগাঁও জেলার রাণীশংকর থানার দক্ষিণ হারিয়া গ্রামের হজরত আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘মিজানুর রহমান বিসিকের কোনো এক গার্মেন্টে চাকরি করেন ও সহকর্মীদের সঙ্গে মেসে থাকেন। পূর্বপরিচয় ধরে রাতে এক তরুণীকে গার্মেন্টে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেসে ডেকে আনেন তিনি। এরপর ধর্ষণের চেষ্টা চালালে চিৎকার করেন ওই তরুণী। এতে আশপাশের লোকজন এসে মিজানকে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।