নগরীতে রেলওয়ের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

আজকের বাংলাদেশ রিপোর্ট:
শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে প্রায় ৩ একর জমি অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের কালিরবাজার থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল (ঢাকা) এস্টেট অফিসার ও ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলামের নেতৃত্বে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
নজরুল ইসলাম জানান, রেলওয়ের জমি অবৈধভাবে দখলে রেখে যেসব স্থাপনা তৈরি করা হয়েছিল সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রায় ৩ একর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জমিতে কোন অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়ের সকল জমি অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে।
রেলওয়ের উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ ও থানা পুলিশের উপস্থিতি দেখা যায়।