না’গঞ্জের বন্দরে ঈদের দিন পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের বাংলাদেশ রিপোর্ট :-
কোরবানির গরুর মাংস আর খাওয়া হলো না শিশু রিয়াদের। কোরবানি করা গরুর রক্তই কাল হলো তার সবার ঈদ আনন্দ ম্রান করে চলে গেলো পরপারে।
এলাকাবাসি সূত্রে জানাযায়, (০১ আগষ্ট) শনিবার আনুমানিক সকাল ১০ টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জ এলাকার রোমান মিয়ার ছেলে শিশু রিয়াদ (৬) কোরবানি করা গরুর রক্ত পায়ে লাগায় তারই দুই শিশু বন্ধুসহ ৩ জন মিলে ১৯ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন কবরস্থান ঘাটে রক্ত ধুঁতে যায়। হঠাৎ পা পিছলে পরে মুহুর্তেই খালের পানিতে ডুবে তলিয়ে যায়। সাথে সাথে তার বন্ধুরা দৌড়ে এসে তার দাদা আঃ মান্নান ফালান মিয়া কে জানালে ততক্ষনাত সে গিয়ে পানিতে ডুবে যাওয়া নাতিকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে নিরাস হয়ে যায়, পরে স্থানীয় যুবকদের সহায়তায় কচুরির নিচে শিশু রিয়াদের দেহ পেয়ে, তুলে স্থানীয় ডাক্তারের কাছে নিলে শিশু রিয়াদকে মৃত ঘোষণা করে।
আজ বিকাল ৫ টায় ১৯ নং ওয়ার্ড সিটি কবরস্থানে তার জানাজার নামাজ শেষে সিটি কবরস্থানেই তাকে দাফন করা হবে।