না’গঞ্জে বন্য পাখি উদ্ধার অভিযান, ৭ বন্য পাখি উদ্ধার

আজকের বাংলাদেশ রিপোর্ট:
নারায়ণগঞ্জ শহরে বন্য পশু-পাখি উদ্ধার অভিযান পরিচালনা করেছে বন্য প্রানী অপরাধ দমন ইউনিট। শনিবার (৩১ আগস্ট) দুপুরে চাষাঢ়া আর্মি মার্কেটে বন্য প্রানী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার প্রজাতির ৭টি বন্য পাখি উদ্ধার করা হয়।
উক্ত অভিযানে আর্মি মার্কেটের ‘বার্ড হাউস’ নামক পাখি বিক্রির দোকান থেকে ২টি ময়না, ২টি টিয়া, ২টি হিরামন, ১টি মুনিয়া পাখি উদ্ধার করা হয়। ভবিষ্যতে এসব পাখি দোকানে না রাখা হবেনা এ শর্তে মুচলেকা দেন দোকান মারিলক।
এ বিষয়ে আব্দুল্লাহ আস সাদিক বলেন, ‘দোকানটিতে আমরা ৭টি বন্য পাখি পেয়েছি। প্রথমবার হওয়ায় আমরা জরিমানা করিনি তবে শুধু পাখিগুলোকে জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এমনটা আর করবেন না এ শর্তে দোকান মালিকের থেকে মুচলেকাও নিয়া হয়েছে।’