পুরান টানবাজারে নাসিকের উচ্ছেদ অভিযান

আজকের বাংলাদেশ রিপোর্ট:
বহুতল ভবন করার লক্ষ্যে শহরের পুরানো টানবাজারের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।
সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টা থেকে শুরু হয় এ উচ্ছেদ কার্যক্রম। এ সময় মার্কেটের ২২১টি দোকান গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ কার্যক্রমের বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সার্ভেয়ার আবুল কালাম জানান, দীর্ঘ দিন সময় দেওয়ার পর সোমবার থেকে টানবাজার পার্ক উচ্ছেদ করা হচ্ছে। এখানে ১ একর জায়গা বহুতল ভবন নির্মাণ করা হবে, সেখানে প্রথম ও দ্বিতীয় তলায় মার্কেট করা হবে। এর পাশাপাশি তিন তলা জুড়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এতে শহরে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ হবে বলে আশা করছি। এছাড়া টানবাজার পার্কে ২২১টি দোকান রয়েছে, তাদের সকলেই এই ভবনে শর্তসাপেক্ষে একটি করে দোকান পাবেন।
তিনি বলেন, ‘উচ্ছেদ চলাকালে কেউ আমাদের বাধা দেয়নি। বরং মালিকরাই দোকান উচ্ছেদে সহযোগিতা করেছে। এর কারণে উচ্ছেদ পরিচালনা দ্রুত সময়ে শেষ হয়ে যাবে আশা করি।’