প্রতিবাদের মুখে ছুটি ঘোষণা; শহীদ দিবসে প্রতিষ্ঠান চালু ডংজিং লংজিভিটির

রাশেদুল হাসান অভি:-
গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকলেও মিথ্যাচার করে শ্রমিকদের অনিচ্ছা সত্ত্বেও চাকুরিচ্যুত করার ভয় দেখিয়ে কাজ করতে বাধ্য করেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাস্থ লক্ষণখোলা এলাকার সেই ক্যাসিনো উদ্ধার ডংজিং লংজিভিটি ইন্ডাঃ লিমিটেড
কোম্পানি।
ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে যখন সারা দেশের সকল শিল্প প্রতিষ্ঠান শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে ছুটি ঘোষণা করেছে ঠিক তখনি ডংজিং লংজিভিটি ইন্ডাঃ লিমিটেড সরকারি নির্দেশ অবজ্ঞা করে শ্রমিকদের অনিচ্ছা থাকা সত্ত্বেও কাজ করতে বাধ্য করেছে। পরে বিষয়টি জানাজানি হলে কর্মরত শ্রমিকদের আবদারে সাংবাদিক, ছাত্রলীগ ও স্থানীয়
জনতার তোপের মুখে শ্রমিকদের ছুটি ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
উপস্থিত শ্রমিকরা সাংবাদিকদের জানায়, কাগজে কলমে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করলেও বাস্তবে জোর করে চাকরিচ্যুত ও বেতন কেটে দেয়ার ভয় দেখিয়ে শ্রমিকদের কাজ করতে বাধ্য করেছে।
এলাকাবাসী আরও জানায় এলাকার কতিপয় দুর্বৃত্তদের সহযোগীতায় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাআঙ্গলি দেখিয়ে বাংলাদেশের প্রতিটি জাতীয় ছুটি অমান্য করে শ্রমিকদের জোর পূর্বক কাজ করতে বাধ্য করে এই প্রতিষ্ঠানটি।