ফতুল্লার দুই ভুয়া সাংবাদিক রিমান্ডে

স্টাফ রির্পোটার :-
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দুই ভুয়া সাংবাদিককে রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এ আদেশ দেন।
এর আগে, ২৯ জুন উভয় আসামীকে যথাক্রমে ৭ ও ৮ দিন রিমান্ড আবেদন সহ আদালতে প্রেরণ করে ফতুল্লা থানা পুলিশ। শুনানী শেষে উভয় আসামীকে ১ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয় আদালত। রিমান্ডকৃত আসামীরা হচ্ছে ফতুল্লা নন্দলালপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন শুভ (২৯) ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার নজর আলীর ছেলে রাজন খান রাকিব (৩২)।
এজাহার সূত্রে জানা যায়, শুভসহ অপরাপর আসামীরা বাদীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেবার হুমকি দিয়ে এক লাখ টাকা দাবী করে। শুভ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদির অশ্লীল ছবি দিয়ে মানহানিকর সংবাদ পরিবেশনের হুমকি দেয়। পরবর্তীতে উজ্জীবিত বাংলাদেশ নামে অনলাইন পত্রিকা ও যুগের চিন্তায় ছবি এডিট করে বাদীর বিরুদ্ধে নিউজ প্রকাশ করে বাদীর মান সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুন্ন করে। এ ঘটনায় বাদী ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেন।
এছাড়া সাংবাদিক নামধারী শুভ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তার নামে বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।