ফতুল্লা জঙ্গি আস্তানায় অভিযান: একের পর এক বিস্ফোরণ

আজকের বাংলাদেশ রিপোর্ট:
নারায়ণগঞ্জের ফতুল্লা তক্কারমাঠ এলাকায় একটি জঙ্গি আস্তানায় প্রবেশ করেছে কাউন্টার টেরোরিজমের বোম ডিস্পোজাল ইউনিট। এর এক পর্যায়ে পরপর ৩টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত থেকে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতরা হলো- দুই ভাই ফরিদউদ্দীন রুমি (২৭) ও জামালউদ্দীন রফিক (২৩) এবং ফরিদউদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু(২৭)।
এদিকে অভিযানের এক পর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করে বোম ডিস্পোজাল ইউনিট। বেলা ১২টা ৫৫ মিনিটে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার কিছু সময় পরে ১টা ১০ মিনিটে আরও একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষন পর ১টা ২৪ মিনিটে আবারও একটি বিস্ফোরনের শব্দ শোনা যায়। ২টা ১১ মিনিটে শক্তিশালী চতুর্থ বোমা বিস্ফোরণ ঘটে।
ফতুল্লার ওই বাড়ির মালিক জয়নাল আবেদীন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ছিলেন। আটককৃতরা তার দুই ছেলে ও পূত্রবধূ। দুই ছেলের মধ্যে ফরিদউদ্দিন রুমি ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক, জামালউদ্দিন রফিক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক এবং ফরিদের স্ত্রী ফোয়ারা অনু অগ্রণী ব্যাংকের কর্মী জান্নাতুল।