বন্দরে গর্ভধারনী মাকে পিটিয়ে আহত করেছে পাষান্ড ছেলে ও পুত্রবধূ

আজকের বাংলাদেশ রির্পোট:-
পারিবারিক কলহের জের ধরে নিজের র্গভধারনী মা আয়শা বেগম (৬০)কে বেদম পিটিয়ে আহত করেছে পাষান্ড ছেলে ও পুত্র বধূসহ কয়েকজন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দর থানার নবীগঞ্জ রওশনবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত মা বাদী হয়ে পাষান্ড ছেলে আলমগীর হোসেন ওরফে রমজান, পুত্রবধূ ময়না বেগম ও তার বড় বোন লিজা বেগমকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, গত ৪ মাস পূর্বে বন্দর রুপালী আবাসিক এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আলমগীর হোসেন ওরফে রমজান মিয়ার সাথে নবীগঞ্জ রওশনবাগ এলাকার মৃত জাহাঙ্গীর বাবুচি মেয়ে ময়না বেগমের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আয়শা বেগমের সাথে তারেই পুত্রবধূ ময়না বেগম ঝগড়া হয়। স্ত্রী সাথে ঝগড়া করার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে পাষান্ড ছেলে ও তার স্ত্রী এবং স্ত্রী বড় বোন ক্ষিপ্ত হয়ে আয়শা বেগমকে বেদ পিটিয়ে আহত করে।