বন্দরে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আজকের বাংলাদেশ রিপোর্ট:
নারায়ণগঞ্জ বন্দরে অস্বাস্থ্যকার পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ন তারিখ সম্বলিত লেভেলিং ছাড়াই বাহারি মোড়কে খাদ্যপণ্য বিক্রির অপরাধে রোজা বেকারীসহ তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে বন্দর সোমবাগী বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিফা খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকার পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতকরণ, উৎপাদন, মেয়াদ উত্তীর্ন তারিখ সম্বলিত লেভেলিং ছাড়াই বাহারি মোড়কে বনরুটি, পাউরুটি, কেক, বিস্কুট, পুডিংসহ বিভিন্ন ধরনের বেকারী সামগ্রী উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে রোজা বেকারীসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিফা খান বলেন, ‘অস্বাস্থ্যকার পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ন তারিখ সম্বলিত লেভেলিং ছাড়াই বাহারি মোড়কে বনরুটি, পাউরুটি, কেক, বিস্কুট, পুডিংসহ বিভিন্ন ধরনের বেকারী সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’