বন্দরে পুলিশের অভিযানে চোরাইকৃত ৩টি গরুসহ ২ চোর গ্রেপ্তার পলাতক-১

ষ্টাফ রির্পোটার:
গরুর ফার্ম থেকে ৩টি গরু চুরি করা ঘটনায় পুলিশ চোরাইকৃত গরুসহ ২ চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও গরু বিক্রি টাকা নিয়ে পালিয়ে গেছে আরেক চোর। আটককৃত চোরেরা হলো বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ মধ্যপাড়া এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে কসাই ফারুক হোসেন (৪৫) ও একই এলাকার মৃত রহমত উল্ল্যাহ মিয়ার ছেলে আশরাফ (২৮)। গত মঙ্গলবার বিকেলে আটককৃত চোরদের দেখানো মতে বন্দর থানা পুলিশ থানার মদনগঞ্জ বাজার এলাকায় সাজ্জাদ মাদবরের টিনসেট ঘর থেকে চোরাইকৃত গুরু গুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে গরু র্ফাম মালিক জামাল হোসেন খান বাদী হয়ে বন্দর থানায় গরু চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫(৭)১৯ ধারা- ৩৮১/ ৪১১/৩৪ দঃবিঃ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত সৈয়দ আহাম্মদ খানের ছেলে জামাল হোসেন খানের উক্ত এলাকায় একটি গরুর র্ফাম রয়েছে। এর ধারাবাহিকতায় গত ৬ মাস পূর্বে পিরোজপুর জেলার কাউখালী থানার পূর্ব শিয্য হাওলাদার বাড়ী তোফাজ্জল হাওলাদারের ছেলে শাওন ১৩ হাজার টাকা বেতনে উক্ত র্ফামে চাকুরি করে। ওই সুযোগে গত ২ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় ফার্মে থাকা ৩টি কালো রং এর গরু চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় ২ লাখ টাকা । এ ব্যাপারে র্ফাম মালিক দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই দিন বিকেলে মদনগঞ্জ বাজারস্থ সাজ্জাদ মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযান কালে একটি টিনসেট ঘর থেকে চোরাইকৃত ৩টি গরু উদ্ধার করে। চুরির ঘটনায় পুলিশ কসাই ফারুক হোসেন ও আশরাফকে গ্রেপ্তার করে। ওই সময় চোরের মূলহোতা শাওন কৌশলে পালিয়ে যায়। পুলিশ ধৃত ২ চোরকে গরু চুরি মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।