বন্দরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের থানা সম্মেলনে হাজী আলী হোসেনকে সভাপতি ও মাসুদ রানাকে সেক্রেটারী করে কমিটি গঠন

বন্দরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের থানা সম্মেলনে হাজী আলী হোসেনকে সভাপতি ও মাসুদ রানাকে সেক্রেটারী করে কমিটি গঠন
স্টাফ রির্পোটার :-
বন্দরে বাংলাদেশ ইসলামী আন্দোলন বন্দর থানা শাখার (পূর্ব) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে শাহীমসজিদস্থ ইসলামী আন্দোলনের অফিস কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা শাহআলম কাচপুরী।
মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদকহাফেজ আমিন উদ্দিন মুহাম্মদ,প্রচার সম্পাদক আমান উল্লাহ, বাংলাদেশ ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সহসভাপতি নুর হোসেন প্রমূখ।
পরিশেষে বাংলাদেশ ইসলামী আন্দোলন বন্দর থানা শাখার(পূর্ব) আগের কমিটি বিলুপ্ত করে ২৬সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয। এতে সভাপতি হিসেবে মনোনীত হয় হাজী মোহাম্মদ আলী হোসেন,সহসভাপতি পদে মাওলানা জহিরুল ইসলাম ও নজরুল ইসলাম মাষ্টার,সেক্রেটারী জেনারেল পদে মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক আঃ মতিন,প্রচার সম্পাদক হযরত আলী,দপ্তর সম্পাদক ডা. সিরাজুল ইসলাম,অর্থ সম্পাদক শাহীন আলমসহ আরো কয়েকজন।