বন্দরে শিশুকে যৌন নিপীড়ন, যুবককে গণপিটুনি পুলিশে সোপর্দ

আজকের বাংলাদেশ রিপোর্ট:
বন্দরে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হানিফ (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার (২৫ আগস্ট) দুপুরে বন্দরের র্যালি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শিশুটির দাদি বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হানিফ খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়াটিয়া আবুল কালাম মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। হানিফ কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। ওই সময় শিশুটি চিৎকার করলে অন্যান্য খেলার সাথীরা বিষয়টি দেখে ফেলে বাড়ি লোকজনদের জানায়। পরে বাড়ির লোকজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে হানিফকে গনপিটুনি দিয়ে দুপুরে বন্দর থানা পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’