বন্দরে শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালু গ্রেফতার

আজকের বাংলাদেশ রিপোর্ট:
বন্দরে সন্ত্রাস বিরুধী অভিযানে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টায় বন্দরের বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি রিভালবার ও ৪ রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে সালাউদ্দিন সালুকে ছাড়িয়ে নিতে সহযোগিরা পুলিশের উপর হামলা চালায় এবং ইট পাটকেল ছোড়তে থাকে। এ সময় বেশ কয়েকজন ডিবি পুলিশের সদস্য আহত হয়েছেন। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পুলিশের ছোড়া ফাঁকা গুলিবিদ্ধ হয়ে নাদিম নামে এক যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক বলেন, ‘বন্দরে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে একটি বিদেশি রিভালবার ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। বন্দরে সালাউদ্দিনের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ছাড়িয়ে নিতে তার সহযোগিরা ইট-পাটকেল ছোড়তে থাকলে অত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।