বন্দরে সড়ক র্দূঘটনায় ঘাতক চালক ফরহাদ গ্রেপ্তার

আজকের বাংলাদেশ রিপোর্ট:
বন্দরে সড়ক র্দূঘটনায় পিকআপ ভ্যান মালিক লোকমান মিয়া নিহত ও ২ জন আহতের ঘটনায় ফরহাদ (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে কাঁচপুর হাইওয়ে থানার এএসআমি আমিরুল বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত চালক ফরহাদ লক্ষিপুর জেলার রায়পুর এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে।
জানা যায়, গত শনিবার দিবাগত রাত ৪টায় বন্দর থানার মদনপুর সংলগ্ন ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে ঢাকা মেট্রো ন ১৮-৮৫৭৬ নাম্বারের একটি পিকআপ ভ্যান পিছন দিক থেকে ঢাকা মেট্রো ট ১৩- ৪৭৯২ নাম্বারের একটি কভার্ডভ্যানকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানে থাকা গাড়ী মালিক লোকমান ঘটনাস্থলেই নিহত হয়। ওই সময় একই এলাকার শাহিন ও ফরহাদ নামে ২ জন গুরুত্বর আহত হয়। পথচারিরা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। সে সাথে পুলিশ র্দূঘটনা কবলিত গাড়ী ২টি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসে।