বন্দরে ১৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

রাশেদুল হাসান অভি:-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন এর শাসন বাগ এলাকায় গোপন সংবাদের মাধ্যমে গতকাল (১৮ অক্টোবর) শুক্রবার রাত ৩ টার সময় বন্দর থানাস্ত কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে শাসন বাগ এলাকার হাজ্বী মোঃ আসাদুল্লাহর বসত বাড়ীতে তল্লাশি চালিয়ে তার ছেলে আরমান (৩০) কে ১৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন ।
এসময় এস আই আনোয়ার সাংবাদিকদের জানান, মাদক ব্যাবসায়ী আরমান বেশ কিছুদিন যাবত এলাকায় ফেনসিডিল ও ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যাবসার সাথে জরিত বলে আমরা গোপন সংবাদের মাধ্যমে তার বসত বাড়ীতে অভিযান পরিচালনা করি। এসময় তার খাটের নিচ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে মাদক আইন মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে এবং মূল হোতাদের চিহ্নিত করতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।