বন্দরে ৩’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আজকের বাংলাদেশ রিপোর্ট:
বন্দরে ইয়াবাসহ দিপু (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১০ অক্টোবর) গভীর রাতে বন্দর থানার ঢাকা টু কুমিল্লা মহাসড়কের উত্তর পাশের পাক্কা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে তিনশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দিপু সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লা এলাকার মৃত রাদেশ সেনের ছেলে।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক সিরাজ দৌল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ১৫(১০)১৯।
শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।